ডিজিটাল ডেস্ক: এবছরের শেষে গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনের (Election) সম্ভাবনা আগেই দেখা দিয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি এতদিন। কিন্তু আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commision) বৈঠকের পর জানিয়ে দিল, আগামী ১২ ই নভেম্বর হতে চলেছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ৮ ই ডিসেম্বর। এক দফাতেই এই নির্বাচন মিটবে বলে জানা গিয়েছে। তবে হিমাচল প্রদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও গুজরাট বিধানসভা নির্বাচন কবে হবে সে প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া গেল না।। নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক রাজীব কুমার জানিয়ে দিয়েছেন, হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক করার ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি সামনে রাখা হয়েছে। শীত পড়ার আগেই হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন মিটে যেতে চলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হিমাচলের ৫৫ লক্ষের বেশি মানুষের নাম রয়েছে ভোটার তালিকায়। যার মধ্যে প্রথম বারের মতন ভোট দেবেন ১.৮৬ লক্ষ মানুষ। অন্যদিকে গুজরাট বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৩ সালের ১৮ই ফেব্রুয়ারি। সেক্ষেত্রে গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। গুজরাট বিধানসভা নির্বাচন জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
রাস্তায় মিনি ট্রাক উলটে মৃত ৩
সিমলা: রাস্তায় মিনি ট্রাক উলটে মৃত্যু হল তিনজনের। জখম হয়েছেন আরও একজন। হিমাচল প্রদেশের সিমলায় (Shimla) ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে...
Read more