উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাই-টেনশন তার ছিঁড়ে পুড়ে ছাই অটো। মর্মান্তিক ঘটনায় ৭ জনের পুড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) শ্রী সাথ্য সাই জেলার টান্দিমারি মণ্ডলের চিল্লাকোন্দাইয়াহপল্লি গ্রামের একটি এগ্রিকালচার ফার্মে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় থানার পুলিশ। মৃতরা প্রত্যেকেই ওই এগ্রিকালচার ফার্মের শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে এক মহিলাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।