উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাজার চেষ্টা করেও গ্রামে পৌছায়নি বিদ্যুৎ। স্বাধীনতার এতবছর পরেও অন্ধকারে ডুবে ছিল ওডিশার উপারবেদা ব্লকের ডুঙুরশাহি গ্রাম। অবশেষে সেই গ্রামের ঘরেঘরে পৌছতে চলেছে বিদ্যুৎ সংযোগের কাজ। রাতারাতি বিদ্যুৎ সংযোগের কারণ খুঁজতে গিয়ে জানা গেল ডুঙুরশাহি গ্রামটি রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর আদি বাসস্থান। জঙ্গল লাগোয়া এই গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হওয়ায় খুশী গ্রামবাসীরা।
রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা। অন্যদের পেছনে ফেলে রাষ্ট্রপতি নির্বাচনে অনেকটাই এগিয়ে এনডিএ সমর্থিত দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তাঁর আদি বাসস্থান ওডিশার উপারবেদা ব্লকের ডুঙুরশাহি গ্রাম। তিনি বর্তমানে এই বাড়িতে বসবাস না করলেও এই গ্রামেই দুই সন্তানকে নিয়ে বাস করছেন দ্রৌপদী মুর্মুর ভাইপো বিরাঞ্চি নারায়ণ টুডু। এই গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রায়রংপুরের বাসিন্দা রাষ্ট্রপতি পদপ্রার্থী। জানা গিয়েছে, উপারবেদা গ্রামের দু’টি ভাগ রয়েছে, বাদশাহি ও ডুঙুরশাহি। এর মধ্যে বাদশাহিতে বিদ্যুৎ থাকলেও, অন্ধকারে ডুবে থাকে ডুঙুরশাহি। আজ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি গ্রামে। দ্রৌপদী মুর্মুর ভাইপো বিরাঞ্চি নারায়ণ টুডু বলেন, ২০১৯ সালে ভোটের আগেও এই সমস্যা নিয়ে এলাকার বিধায়ক ও সাংসদের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা, কিন্তু তাতেও কাজ হয়নি। কেরোসিন দিয়ে বাতি জ্বালিয়েই রাতের অন্ধকার দূর করতে হয় তাঁদের। তবে এতদিনে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।
ওডিশা রাজ্যের বিদ্যুৎ সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে, দুদিনের মধ্যেই এলাকার সব বাড়িতেই সংযোগ দিয়ে দেওয়া হবে। টাটা পাওয়ার নর্থ ওড়িশা ডিস্ট্রিবিউশন লিমিটেডের তরফে এক আধিকারিক জানিয়েছেন, উপারবেদা গ্রামটি জঙ্গলের মধ্যে অবস্থিত হওয়ায় বিদ্যুৎ পৌঁছতে সমস্যা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে গ্রামবাসীদের বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত করা হয়নি। বেশ কিছু জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহের লাইন বসানোর জন্য অনুমতি পাওয়া যায়নি। ময়ূরভঞ্জ এলাকা থেকে অনুমতি নিয়ে নেওয়া হয়েছে। আগামী একদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। সকলের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে।
আরও পড়ুন : জয়ের কৃতিত্ব খালিস্তানি জঙ্গিদের, লোকসভা উপনির্বাচনে জয়ী হয়ে মন্তব্য সিমরণজিৎ সিং মানের