উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের প্রদর্শনী বন্ধ করতে এবার জেএনইউতে ছাত্র সংসদের অফিসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল কর্তৃপক্ষ। বন্ধ করা হয় ইন্টারনেট সংযোগও। যদিও তাতেও তথ্যচিত্র দেখা আটকানো যায়নি। মঙ্গলবার রাত ৯ টার সময় তথ্যচিত্র প্রদর্শনীর কথা ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্যচিত্রের প্রদর্শনের অনুমোদন দেয়নি। তথ্যচিত্র দেখানো হলে কড়া শাস্তিমূলক পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু ছাত্রছাত্রীরা পরিকল্পনাই করেছিলেন যেরকম সমস্তরকম প্রশাসনিক বাধা সত্ত্বেও তাঁরা এই তথ্যচিত্রের প্রদর্শনী জারি রাখবেন। কিন্তু পড়ুয়াদের যুক্তি ছিল তথ্যচিত্র প্রদর্শন করা হলে তা বিশ্ববিদ্যালয়ের কোনও নিয়ম ভঙ্গ করবে না। এমনকী সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশও নষ্ট করবে না। এসএফআই নেত্রী ঐশি ঘোষ পরিষ্কার জানান, তারা কিউ আর কোড ব্যবহার করে হলেও এই তথ্যচিত্র দেখবেন ও দেখাবেন। যদিও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা কাফেটেরিয়াতে বসে নিজেদের মোবাইলে এই তথ্যচিত্র ডাউনলোড করে দেখেন।
গত সপ্তাহেই ভারত সরকারের তরফে টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষকে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’- নামে এই বিতর্কিত তথ্যচিত্র সরিয়ে নেওয়ার কথা জানানো হয়।২০০২ গুজরাট(Gujarat) দাঙ্গার উপর ভিত্তি করে বানানো এই তথ্যচিত্রে মোদির ভূমিকা নিয়ে আপত্তিকর বিষয় দেখানো হয়েছে বলে সরকার যুক্তি দেয়। যদিও সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়। অনেক বিরোধী নেতা সামাজিক মাধ্যমে বিকল্প একটি লিংক শেয়ার করে দেন, যা থেকে তথ্যচিত্রটির প্রথম দুটি অংশ দেখা সম্ভব।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ