মালবাজার, ২৭ অক্টোবরঃ মাল ব্লকের রানীচেরা চা বাগানে আশ্রয় নিল হাতির দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় দলছুট একটি হস্তি শাবককে প্রথমে দেখতে পান স্থানীয়রা। এর কিছুটা দূরে রানীচেরা চা বাগানের ঝোপে সাতটি হাতির একটি দল দেখতে পান তাঁরা। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। পরে হস্তি শাবকটিকে তার দলের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
- Advertisement -
গরুমারা বন বিভাগের আওতাধীন মালবাজার স্কোয়াডের ওয়ার্ডেন বিভূতিভূষণ দাস বলেন, ‘শাবকটিকে দল ফিরিয়ে নিয়েছে। বাগানে হাতির দলটি রয়েছে। আমরা হাতির দলটিকে ভুট্টাবাড়ি বা তারঘেরা বনাঞ্চলে ফেরত পাঠানোর চেষ্টা করছি।’ বন বিভাগের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে মাল থানার পুলিশ।