ওদলাবাড়ি, ১০ জানুয়ারিঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে আপালচাঁদ জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি গজলডোবার কাটাঘর এলাকার ৬১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয়। হাতির হানায় ক্ষতি হয় অস্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির। জানা গিয়েছে, এরপরই হাতিটি এলাকায় কয়েকজনের বাড়িতেও হানা দেয়। ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কাকলি চট্টোপাধ্যায় বলেন, ‘নিজস্ব সেন্টার এখনও তৈরি না হওয়ায় স্থানীয় তৃষ্ণা বিশ্বাসের বাড়ি ভাড়া করে সেন্টারটি চালু রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেন্টারটির বিকল্প ব্যবস্থা গ্রহণের আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করা হবে।’ বিষয়টি নিয়ে বন দপ্তরের তরফে জানানো হয়েছে, তারঘেরা এবং আপালচাঁদ এই দুটি জঙ্গল থেকে বেরিয়ে কয়েকটি হাতির দল ফসলের লোভে গজলডোবা, কাঠামবাড়ি, সিধাবাড়ি প্রভৃতি এলাকায় চলে আসছে। হাতি তাড়ানোর জন্য এলাকাবাসীদের পটকা, টর্চ সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে। হাতিদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য, ভাইরাল ভিডিওতে শোরগোল হরিশ্চন্দ্রপুরে
Read more