বেলাকোবা: রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জে গত ২৯ এপ্রিল থেকে প্রায় ৫০টি হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছিল। ২০ দিন পর গত বৃহস্পতিবার কাঠামবাড়ির গরুমারা অভয়ারণ্যে হাতির পালটিকে ফেরত পাঠায় বন দপ্তর। এতে অবশ্য স্বস্তি ফেরেনি। ফের শুক্রবার থেকে বাচ্চা সহ ত্রিশটি হাতির একটি নতুন পাল বারোপটিয়ার তিস্তার চরে ভুট্টাখেতে দাপিয়ে বেড়াচ্ছে।
বন দপ্তর সূত্রে খবর, মহানন্দা অভয়ারণ্য থেকে নতুন পালটি এসেছে। দিনরাত জঙ্গলে থেকে সাইরেন বাজিয়ে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করে চলেছে বেলাকোবা রেঞ্জের ৩০ জন বনকর্মী। ফের বনকর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে নতুন বুনো হাতির পালটি।