রাঙ্গালিবাজনা: জলদাপাড়া ডিভিশনের মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে প্রতি রাতেই বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে হাতির পাল। শুক্রবার গভীর রাতে বনের পূর্ব দিকে ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমারে শাবক সহ ৬টি হাতি ঢুকে পড়ে। এলাকায় প্রায় ১৫টি পরিবার কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। ভেঙেছে কারও ঘর, আবার কারও সুপারি গাছ। কারও আবার ভুট্টাখেত তছনছ করে দিয়েছে হাতি। এলাকার যোগী ওরাওঁয়ের রান্নাঘর ভেঙে ডেগচিতে রাখা পান্তাভাত সাবাড় করে হাতিটি। এরপর শোওয়ার ঘরের বেড়া ভেঙে শুঁড় ঢুকিয়ে আলু এবং বাঁশের ডুলিতে রাখা ধান খেয়ে নেয় হাতিগুলি।
যোগী জানান, চাষ করা আলুর একাংশ তিনি ঘরেই মজুত করেছিলেন। সেগুলির সিংহভাগ হাতির পেটে গিয়েছে। স্থানীয়রা জানান, হাতিগুলি এলাকা ছেড়ে নড়তে চাইছিল না। ইদানিং বাজি পটকার আওয়াজে ভয় পাচ্ছে না হাতি। টর্চের আলো দেখলে উলটে তেড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতি রাতেই লোডশেডিং হচ্ছে। ফলে বিপদের আশঙ্কা আরও বাড়ছে। শনিবার ওই এলাকা পরিদর্শনে যান বনকর্মীরা। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।