কালচিনি: হাতির হানায় ব্যাপক ক্ষতি হল কালচিনি চা বাগানে। সোমবার গভীর রাতে বাগানের কুঠি লাইনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বিশালাকার বুনো হাতি হামলা চালায় শ্রমিক লাইনে। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হাতিটি প্রথমে হামলা চালায় বাগানের এক শ্রমিকের আবাসে। ওই শ্রমিকের ঘরের সব আসবাব ভেঙে ঘরে মজুত খাদ্যসামগ্রী খেয়ে পাশের অপর একটি শ্রমিক আবাসে হামলা চালায় হাতিটি। ওই শ্রমিক আবাসেরও ব্যাপক ক্ষতি হয়। এরপর সেখানকার প্রচুর কলা গাছ খেয়ে নষ্ট করে হাতিটি। হাতির হামলা থেকে প্রাণে বাঁচতে কনকনে ঠান্ডার মধ্যেও বাড়ি থেকে পালিয়ে যান বাগানের দুটি শ্রমিক পরিবারের সদস্যরা। প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালানোর পর শ্রমিকরা বাজি পটকা ফাটাতে শুরু করলে হাতিটি জঙ্গলে ফিরে যায়। এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীন হ্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কণ নন্দী জানান, মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। শ্রমিকরা লিখিত আবেদন জানালে সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
কাজ শুরু হল রেড ব্যাংক-সুরেন্দ্রনগর চা বাগানে
নাগরাকাটা: পুরো ১০ বছর পর সাইরেন বাজল রেড ব্যাংক-সুরেন্দ্রনগর চা বাগানে (Tea garden)। কলম ছুরি হাতে জঙ্গলে পরিণত হয়ে ওঠা...
Read more