চালসা: দেওয়াল ভেঙে ঘরে মজুত ধান সাবাড় করল হাতি। মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির কার্মাধুরা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় একটা নাগাদ পানঝোরা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে ওই এলাকায় হানা দেয়। হাতিটি স্থানীয় বাসিন্দা মুচি মঝির বাড়িতে হামলা চালায়। দেওয়াল ভেঙে তাঁর ঘরে মজুত প্রায় ৪-৫ বস্তা ধান সাবাড় করে হাতিটি। পরিবার নিয়ে কোনওরকমে পালিয়ে বাঁচেন মুচি। ঘণ্টা খানেক পর হাতিটি জঙ্গলে ফিরে যায়। বুধবার খবর পেয়ে ওই বাড়িতে যান গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপ্না ওঁরাও। ক্ষতিপূরণের দাবি জানিয়েছে পরিবারটি। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।
হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাটের একাধিক এলাকা, আহত ১
রাঙ্গালিবাজনা: শুক্রবার রাতে একই সঙ্গে আলিপুরদুয়ার (Alipurduar)জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানা জায়গায় হাতির পাল হানা দেয়। পশ্চিম মাদারিহাটে হাতির আক্রমণে...
Read more