রাঙ্গালিবাজনাঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় হাতির হানা অব্যাহত। সোমবার রাতে হাতির হানায় ধনবাহাদুর ভূজেল নামে এক বৃদ্ধের দু’টি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন ওই সত্তরোর্ধ্ব অসুস্থ বৃদ্ধ। হাতির হানায় কোনোরকমে লুকিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। তবে সমস্ত আসবাবপত্র ভেঙে চুরমার করে দিয়েছে হাতির পাল। পাশাপাশি, মধ্য খয়েরবাড়ির মঞ্জিল আলম নামে এক ব্যক্তির একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হানায়। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে মাদারিহাট রেঞ্জ। বীরপাড়া থানার দলমোর চা বাগানের মন্দির লাইনে ইলিয়াস ওরাওঁ ও জয়ধার বানিয়ার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হানায়। বনদপ্তরের দলগাঁওয়ের রেঞ্জার অশেষ পাল বলেন, ‘ক্ষতিগ্রস্ত ঘরগুলি শ্রমিকদের নিজেদের তৈরি করা হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে সেগুলি চা বাগান কর্তৃপক্ষের তৈরি করা হলে ক্ষতিপূরণ মিলবে না।’
আরও পড়ুন : কোথাও ভাঙন, কোথাও চাষের ক্ষতি, টানা বৃষ্টিতে বাড়ছে সমস্যা