বানারহাট: ফের হাতির (Elephant) হানা বানারহাট ব্লকের ডায়না চা বাগানে। মঙ্গলবার গভীর রাতে শাবক সহ ৬টি হাতির একটি পাল ডায়না চা বাগানের ম্যানেজার বাংলোর পাশে বাগানের মন্দিরের পূজারি ওমপ্রকাশ তিওয়ারির বাড়িতে হানা দেয়। কোনওমতে বাড়ির পিছনের দরজা দিয়ে ১১ বছরের মেয়েকে নিয়ে পালিয়ে বাঁচেন তিনি। জানা গিয়েছে, হাতির পালটি ম্যানেজার বাংলোর আশেপাশে খাবারের খোঁজে ঘুরছিল। হঠাৎ করে দলে থাকা দুই শাবক ওমপ্রকাশের বাড়িতে ঢুকে পড়ে। এরপর সেই শাবককে খুঁজতে গিয়ে মা হাতি পূজারির ঘরের সামনের অংশ তছনছ করে ফেলে। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা এসে হাতির পালটিকে ডায়নার জঙ্গলে তাড়িয়ে দেয়। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা জানিয়েছে, সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরো পড়ুন : হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত আলুখেত