বর্ধমান: লকডাউনের মধ্যেই জঙ্গল ছেড়ে দুটি হাতি হানা দিল ধান খেতে। শনিবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। করোনা মোকাবিলায় ইতিমধ্যে দেশজুড়ে চলছে লকডাউন। এরই মাঝে খণ্ডঘোষে হাতির হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। চাষের ক্ষয়ক্ষতি আটকাতে লকডাউন ভঙ্গ করেই খণ্ডঘোষের খেঁজুরহাটি, ওঁয়ারি, কৈশর, আলিপুর ও নিশ্চিন্তপুর সহ একাধিক গ্রামের মানুষ এদিন হাতি তাড়াতে বেরিয়ে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাঁকুড়ার পাত্রসায়ারের দিক থেকে একটি হাতির দল খণ্ডঘোষ এলাকায় ঢুকে পড়ে। এরপরই লকডাউন শিকেয় তুলে স্থানীয়রা জমি থেকে হাতি তাড়াতে ঘর থেকে বেরিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ এবং বনকর্মীরা। বনদপ্তর সূত্রে খবর, সম্ভবত গতকাল রাতের দিকেই হাতি দুটি বাঁকুড়ার জঙ্গল থেকে বেরিয়ে খণ্ডঘোষে দিকে চলে এসেছে। চাষজমি ছেড়ে হাতি দুটি যাতে জনবসতি এলাকায় ঢুকে না পড়ে সে চেষ্টাই করেন বর্ধমান ও সোনামুখি রেঞ্জের ফরেস্ট অফিসার সহ হুলা পার্টির কর্মীরা।
অন্যদিকে, হাতির হানায় বোরো ধানের জমি ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে পুলিশ ও বন আধিকারিকদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন খণ্ডঘোষের চাষিরা। পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তাঁরা। খণ্ডঘোষের সোনামুখির ফরেস্ট রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন, ‘একমাস আগে হাতি দুটি বিষ্ণুপুর থেকে শোনামুখি ও পাত্রসায়ার হয়ে বজরা এলাকায় চলে যায়। হাতি দুটিকে পাত্রসায়ারের দিকে ফেরৎ পাঠানোর চেষ্টা চলছে।’ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বনকর্মীরা হাতি দুটিকে পাত্রসায়ারের দিকে পাঠাতে সক্ষম হয়েছেন।