রাঙ্গালিবাজনা, ১৩ নভেম্বরঃ রাতভর গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। আতঙ্কিত আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ছেকামারি গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে উত্তর ছেকামারি গ্রামে সাতটি হাতির একটি পাল হানা দেয়। এদিকে, ভোর হতে না হতেই মধ্য ছেকামারি গ্রামে ঢুকে পড়ে দলছুট একটি হাতি। হাতির হানায় ক্ষতি হয় ফসলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন।