নকশালবাড়ি: শাশুড়ি ও বৌমাকে আছড়ে মারল হাতি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার কেটুগাবুর জোত এলাকায়। জানা গিয়েছে, এদিন বাড়ির বাইরে গেটে বসে ছিলেন সাফিদা খাতুন ও রুকসানা খাতুন। হঠাৎ একটি দাঁতাল হাতি তাঁদের বাড়ির সামনে চলে আসে। হাতিটিকে দেখে দু’জন পালানোর চেষ্টা করলেও হাতিটি শাশুড়ি ও বৌমাকে শুঁড় দিয়ে তুলে ফেলে দেয়। ঘটনায় জখম হন তাঁরা দু’জন। গ্রামবাসীরাই তাঁদের সঙ্গে সঙ্গে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখানে যান পানিঘাটা রেঞ্জের অন্তর্গত কলাবাড়ি বনাঞ্চলের কর্মীরা। পরে হাতিটি কলাবাড়ি জঙ্গলে ঢুকে যায়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
হাতির হানায় ভাঙল ঘর
চালসা: মেটেলি ব্লকের(Metali block) উত্তর ধূপঝোরায় হাতির হানা(Elephant attack) অব্যাহত। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ একটি বুনো হাতি জঙ্গল থেকে বের...
Read more