রাঙ্গালিবাজনা: জুটল না চাল, ডাল, কলা, মুলো। প্রথমে প্রবল প্রতিরোধ, পরে বাজি ফাটাতে ফাটাতে গ্রামবাসীদের তাড়া। ভুরিভোজের আশা ছেড়ে রনে ভঙ্গ দিয়ে বনে ফিরল দলছুট হাতি। রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার(Alipurduar) জেলার রাঙ্গালিবাজনার ঘটনা। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ ধুমচি ফরেস্ট থেকে বেরিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের লাইন পার হয় একটি দলছুট হাতি। এরপর সেটি দলদলি এলাকায় ঢোকার মুখে এশিয়ান হাইওয়ের কাছে এলাকাবাসীর প্রবল প্রতিরোধ মুখে পড়ে। রীতিমতো ধুন্ধুমার শুরু হয় এলাকায়। এলাকার লোকজন রুখে দাঁড়ান। দুমদাম বাজি ফাটাতে থাকেন তাঁরা। পরিস্থিতি বেগতিক দেখে একটি কারখানার কাছে দাঁড়িয়ে পড়ে হাতিটি। এরপর সেটি দেবেন্দ্রপুরে ঢুকে পড়ে। সেখানেও তেড়ে যান মহল্লার লোকজন। এলাকার রাকেশ রায় জানান, রাত ৮ টা নাগাদ হাতিটিকে মহল্লা থেকে ফের বনের দিকে তাড়িয়ে নিয়ে যান তাঁরা। স্থানীয়রা জানান, সাধারণত দলছুট হাতি হিংস্র এবং আক্রমণাত্মক হয়। কখন কোন দিকে হানা দেয় কোনও ঠিক থাকে না। তাই এদিন এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরাও।
কেন্দ্রীয় দলের জুজু, মিড-ডে মিলের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মহকুমা শাসক
আলিপুরদুয়ার: মিড ডে মিলের মান পরিদর্শনে যেকোনও সময় পরিদর্শনে আসতে পারে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তার আগে আলিপুরদুয়ারের(Alipurduar) ম্যাক উইলিয়াম...
Read more