বিদেশ বসু, মালবাজার: মাল ব্লকের বিভিন্ন এলাকায় হাতির হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে একটি হাতি কুমলাই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা দাপিয়ে বেড়ায়।
হাতির আক্রমণে ৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, কুমারপাড়া নেপুচাপুর চা বাগান, নেপুচাপুর বস্তি, চেল বস্তির মতো এলাকাগুলিতে হাতির হামলা চলছে। ভোর পর্যন্ত হাতির হামলা অব্যাহত থাকে।
গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার স্কোয়াডের ওয়ার্ডেন বিভূতিভূষণ দাস বলেন, ‘আমাদের কর্মীরা রাত জেগে টহল দিয়েছে। আমরা শেষ পর্যন্ত হাতিটিকে তারঘেরা বনাঞ্চলে ফেরৎ পাঠাতে সক্ষম হই। আমাদের টহল এবং নজরদারি জারি থাকবে। ক্ষতিগ্রস্তরা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বন বিভাগের নির্দিষ্ট শাখায় ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন।’
এদিকে ক্রমাগত হাতির আক্রমণ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই। উদ্বিগ্ন বিভিন্ন মহল। ডুয়ার্সের হাতি চলাচলের করিডোর ও হাতিদের অবস্থান ইত্যাদি নিয়ে সমীক্ষা এবং সচেতনতা বাড়ানোর কাজ করছে পরিবেশপ্রেমী সংগঠন ‘স্পোর’। ‘স্পোর’-এর সম্পাদক শ্যামাপ্রসাদ পাণ্ডে বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা বিভিন্ন এলাকায় কুইক রেসপন্স টিম গঠন করেছি। হাতির হামলার ঘটনায় প্রাথমিক পর্যায়ে এই টিম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।’