মালবাজার, ২ মার্চঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত দোকান। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের ভোটডাঙ্গা এলাকায়। এবার মুদি দোকানের শাটার ভেঙে খাবার সাবার করল হাতি। গতকাল গভীর রাতে দুটি হাতি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে ওই এলাকায় হামলা চালিয়ে বিস্টু রায় নামে এক ব্যক্তির মুদি দোকানের শাটার ভেঙে খাবার সাবার করে। স্থানীয় বাসিন্দা দেবাশীষ দেবনাথ বলেন, ‘দুটি হাতি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে খাবার খেয়ে ফের লাটাগুড়ি বনাঞ্চলে ফিরে যায়। হাতির হানায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’ এই বিষয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার স্কোয়াডের ওয়ার্ডেন বিভূতিভূষণ দাস জানান, আমরা হাতির হামলা রোধে ধারাবাহিকভাবে নজরদারি চালাচ্ছি।
রক্ষণাবেক্ষণের অভাব, মুখ থুবড়ে বায়োডাইভার্সিটি পার্ক
সানি সরকার, শিলিগুড়ি: শহর সংলগ্ন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পোড়াঝাড়ে একসময় যে উদ্দেশ্যে বায়োডাইভার্সিটি পার্ক গড়ে তোলা হয়েছিল, সেই পরিকল্পনা এখন...
Read more