কালচিনি: হাতির(Elephant) হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে কালচিনির চিনচুলা চা বাগানে। এদিন কিরণ সুব্বা নামে ওই বৃদ্ধ বাড়ির বাইরে বের হন। সেইসময় বক্সা ব্যঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে ওই বৃদ্ধকে হামলা করে। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে বনকর্মীরাও সেখানে পৌঁছান। বন দপ্তরের পানা রেঞ্জের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুনঃ Boat Capsized in Teesta | তিস্তায় নৌকাডুবি: মাঝির খোঁজে জোর কদমে চলছে তল্লাশি