রাঙ্গালিবাজনা: হাতির হানায় ক্ষতিগ্রস্ত চা শ্রমিকের ঘর। রবিবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর চা বাগানে।
জানা গিয়েছে, একটি হাতি তার শাবক সহ এক চা শ্রমিকের ঘরে ঢুকে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই চা বাগানের ওপর লাইনের বাসিন্দা ভিনসারি ওরাওঁ ও তাঁর ছেলে টিঙ্কু। তবে হাতি তছনছ করে তাঁর ঘরটি। বন দপ্তরের মাদারিহাটের রেঞ্জার শ্রীবাস সরকার জানান, চা বাগানে ঘর হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম নেই।
প্রসঙ্গত, ডুয়ার্সে হাতির হানা নতুন কিছু নয়। ডুয়ার্সের আনাচে কানাচে প্রায় প্রতিদিনই কোনও না কোনও এলাকায় হাতির হানা লেগেই থাকে। মাঝেমধ্যে হাতির হানায় প্রাণহানিও হয়।
আরও পড়ুন : শিলাবৃষ্টিতে ক্ষতি, নিউ চ্যাংরাবান্ধায় পথ অবরোধ এলাকাবাসীর