গয়েরকাটা: চলন্ত স্কুটারের সামনে চলে এল দাঁতাল। স্কুটার ফেলে দৌঁড়ে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন ব্যক্তি। মঙ্গলবার ডুয়ার্সের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে ঘটনাটি ঘটে।
মোরাঘাট জঙ্গলের বুক চিড়ে গিয়েছে এই রাজ্য সড়ক। এদিন রাজ্য সড়কের আম্বা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। শান্তনু দাস নামে ওই ব্যক্তি কাজে গয়েরকাটার(Gairkata) দিক থেকে নাথুয়ার দিকে যাচ্ছিলেন। আচমকা একটি দাঁতাল জঙ্গল থেকে বেরিয়ে তাঁর স্কুটারের সামনে চলে আসে। স্কুটার থেকে পড়ে যান ওই ব্যক্তি। কোনওক্রমে দৌঁড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। তিনি দেখেন, ওই দাঁতালের পেছনে হাতির একটি দল রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছে। শান্তনুবাবু বলেন, ‘আপন মনে স্কুটার চালিয়ে নাথুয়ার দিকে যাচ্ছিলাম। কোনওকিছু বুঝে ওঠার আগেই রাস্তার ওপর উঠে আসে দাঁতালটি। কোনওরকমে বেঁচে ফিরলাম।’ এদিন মূহূর্তের মধ্যে রাস্তায় বহু যানবাহন দাঁড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জ অফিসে। বনকর্মীরা সেখানে পৌঁছোলে তাঁদের দিকেও তেড়ে আসে দাঁতালটি। শেষ পর্যন্ত দাঁতালটি দলের সঙ্গে জঙ্গলের ভেতর প্রবেশ করে। মোরাঘাট রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই হাতির দল জঙ্গলের একপাশ থেকে অন্য পাশে পারাপার করে। সেরকমই একটি দল এদিন পারাপারের সময় ওই স্কুটার চালকের সামনে চলে আসে। বনকর্মীদের তৎপরতায় কোন বড় দুর্ঘটনা ঘটেনি। এদিন হাতির দলটি জঙ্গলে প্রবেশ করলে যান চলাচল স্বাভাবিক হয়।