কালচিনি: সাতসকালে লোকালয়ে একটি হস্তীশাবক ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল কালচিনির (Kalchini) সাতালি নাকাডালা গ্ৰামে। দলছুট শাবকটিকে কয়েক ঘন্টার প্রচেষ্টায় বনকর্মীরা জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এলাকায় ওই শাবকটিকে দেখা যায়। স্থানীয়রা বন দপ্তরে খবর দিলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জের বনকর্মী সহ কয়েকটি রেঞ্জ থেকে বনকর্মীরা এলাকায় ছুটে আসেন। প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টায় হস্তীশাবকটিকে উদ্ধার করে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বন দপ্তরের অনুমান, সোমবার রাতে বৃষ্টিতে হয়তো শাবকটি মা হাতি সহ দলের সঙ্গে জঙ্গল লাগোয়া এলাকায় চলে আসে। এরপর দলছুট হয়ে গ্ৰামের ভেতর ঢুকে পড়ে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শাবকটিকে তার দল ফিরিয়ে দেওয়া হয়েছে। হ্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী বলেন, শাবকটিকে সুস্থ অবস্থায় জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে।