নাগরাকাটা: সাতসকালে নাগরাকাটার(Nagarkata) গাঠিয়া চা বাগানে হানা দিল ৩৫টি হাতির একটি পাল। একাধিক শাবক সহ হাতির পালটি পেরোলো গাঠিয়া নদী, রেল লাইন, জাতীয় সড়ক। শুক্রবার সকাল ৬টায় ভগৎপুর চা বাগানের নয় নম্বর সেকশনে অন্তত ৩৫টি হাতির পালকে দেখা যায়। হাতির পাল দেখে মুহুর্তের মধ্যে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। বিব্রত হাতিগুলি এরপর বাগানের চুন্দা লাইন হয়ে গাঠিয়া নদী পেরিয়ে ঢুকে পড়ে পাশের গাঠিয়া চা বাগানের গেট লাইনের সাউথ ডিভিশনে। সেখানে কাঁচা পাতা তুলতে ব্যস্ত শ্রমিকরা এতোগুলি হাতিকে একসঙ্গে দেখে পড়িমড়ি করে ছুট লাগান। এরপর দলটি সেখান থেকে পাড়ি দেয় গ্রাসমোড় চা বাগানে। হাতির পাল(Elephant herds) দেখে সেখানে কাতারে কাতারে জনতার ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে যান।
এরপর গ্রাসমোড় চা বাগান লাগোয়া গাঠিয়া নদীর সামনে হাতিগুলি জড়ো হয়। সেখানকার রেল সেতুর ওপর বহু মানুষের জমায়েত থেকে হাতিগুলি চলে যায় পাশের লুকসান চা বাগানে। খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় সেখান থেকে হাতিগুলিকে ডায়নার জঙ্গলের দিকে পাঠানো হয়। প্রায় ৫ ঘণ্টা পর সকাল ১১টা নাগাদ ৩১ সি জাতীয় সড়ক টপকে ওই বাগানটির চার নম্বর গেট হয়ে হাতিগুলি জঙ্গলে ফিরে যায়। বন দপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়া বিটের আধিকারিক জয়দেব রায় বলেন, ‘মানুষের ভিড় জমে যাওয়ায় হাতিদের জঙ্গলে ফেরাতে একটু সময় লেগেছে।’
আরও পড়ুনঃ হাতির হানায় ভাঙল ঘর