নাগরাকাটা: লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছে হাতি। জরুরীকালীন ব্রেক কষে কোনওক্রমে হাতিটিকে বাঁচালেন ট্রেনের চালক। শনিবার ভোরে ঘটনাটি ঘটে সেবক ও গুলমা স্টেশনের মাঝে।
১৯৬১ কবিগুরু এক্সপ্রেসের চালক এমএস রাও ও সহ চালক শুভদীপ বর্মন দেখতে পান, রেল লাইনের ওপর একটি হাতি দাঁড়িয়ে রয়েছে। দ্রুত তাঁরা ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন। হাতিটি লাইন থেকে সরে গেলে ফের ট্রেন নিজস্ব গতিতে যাওয়া শুরু করে। এই নিয়ে গত কয়েক মাসে ডুয়ার্সের জঙ্গল চেরা রেলপথে বেশ কয়েকটি দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দিলীপকুমার সিং জানান, বিষয়টি নিয়ে তাঁরা সবসময়ই সতর্ক রয়েছেন।