চালসা,১৬ নভেম্বরঃ চা বাগানে দাঁড়িয়ে থাকা হাতির দল দেখতে মানুষের ভিড় উপচে পড়ল চালসায়। শনিবার বিকেলে চালসার মঙ্গলবাড়ি বাজার সংলগ্ন ডাঙ্গি ডিভিশনের ৩৪ বি সেকশনের রাস্তায় প্রায় ৮-১০ টি হাতির একটি দল দাঁড়িয়ে পড়ে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পরে হাতি দেখতে। জানা গিয়েছে, এই হাতির দলটি বিগত কয়েকদিন ধরেই চালসা রেঞ্জের খরিয়ার বন্দর জঙ্গলের ১ নম্বর কম্পার্টমেন্টে আশ্রয় নিয়েছে। সন্ধ্যার পরেই দলটি জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে চলে আসছে। মাঝে মধ্যে হাতির সেই দলটি বাতাবাড়ি মুখী ৩১ নম্বর জাতীয় সড়কের ধারেও চলে আসছে। তার ফলে পর্যটক সহ জনগনের ভিড় উপচে পড়ছে জাতীয় সড়কে হাতি দেখার জন্য। এদিন চা বাগানে হাতির দল দাঁড়িয়ে থাকার খবর পেয়ে বিকেলেই ওই এলাকায় যান খুনিয়া স্কোয়াডের কর্মীরা। তারা হাতির দলটির উপর নজর রাখা শুরু করে। চালসা রেঞ্জার পল্লব মুখার্জী বলেন, ‘কয়েকদিন ধরেই হাতির দলটি খরিয়ার বন্দর জঙ্গলে রয়েছে। চালসা রেঞ্জের বনকর্মী সহ খুনিয়া স্কোয়াডের কর্মীরা হাতির দলটির উপর নজর রাখছে’।