মেটেলি: ফের হাতির হানায় ভাঙল শ্রমিক আবাস। বৃহস্পতিবার রাতে মেটেলি ব্লকের ইনডং চা বাগানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল ১১টি শ্রমিক আবাস। ঘরের দেওয়াল পড়ে আহত হয়েছেন মোহিত মুন্ডা নামে এক শ্রমিক। রাতেই বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের কর্মীরা বাগানে গিয়ে আহত ব্যক্তিকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই শ্রমিক সেখানে চিকিৎসাধীন। ঘটনায় ওই চা বাগানে আতঙ্ক তৈরি হয়েছে। বনদপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১০টা নাগাদ সংলগ্ন চাপরামারী জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ইনডং চা বাগানের আম্বাচপল লাইনে। ওই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। হাতিটি একের পর এক শ্রমিক আবাস ভাঙতে থাকে। বাগানের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সিনু মুন্ডা বলেন, ‘লাগাতার বাগানে বন্যপ্রাণীর হানা হচ্ছে। সরকারিভাবে কোনও ক্ষতিপূরণ পাচ্ছে না জনগণ।’ বাগানের সুপারিনটেনডেন্ট ম্যানেজার রজত দেব বলেন, ‘কিছুদিন আগেও বাগানে চিতাবাঘের হানায় দুজন শ্রমিক জখম হন। বার বার বনদপ্তরকে চিঠি দেওয়া হলেও কোনও কাজ হচ্ছে না। এভাবে চলতে থাকলে বাগান চালানো মুশকিল হয়ে যাবে। রাতে বাগানে বনকর্মীদের টহলদাড়ি করা দরকার।’ বন দপ্তরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন : চা শ্রমিকদের মজুরি নিয়ে অ্যাডভাইজারি শীঘ্রই