বানারহাট: চা বাগান এলাকায় ঢুকে পড়ল শাবক সহ একপাল হাতি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গিয়েছে, বুধবার ভোরে সংলগ্ন রেতির জঙ্গল থেকে শাবক সহ প্রায় ৪০টি হাতির একটি দল বানারহাটের রিয়াবাড়ি চা বাগান এলাকায় ঢুকে পড়ে। সকাল হতেই বাগানের শ্রমিক ও বাসিন্দারা এলাকা হাতির দলটিকে দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছোন বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। এদিকে, হাতির দলটি দেখতে একে একে উৎসাহী মানুষের ভিড় অনেকটাই বেড়ে যায়। পরে হাতির দলটি কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। সকাল সাড়ে ৯টার মধ্যে অবশ্য হাতির দলটিকে তাড়িয়ে রেতি নদী পার করিয়ে জঙ্গলে ঢুকিয়ে দেন বনকর্মীরা।