বিন্নাগুড়ি, ৯ মার্চঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল পাঁচটি শ্রমিক আবাস। ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোরাঘাট চা বাগানের গুদাম লাইনে। স্থানীয়রা জানান, রবিবার রাতে একটি দলছুট হাতি রেতির জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানের শ্রমিক লাইনে হানা দেয়। হাতিটি পরপর পাঁচটি ঘরের দেয়াল ভেঙে দেয়। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকানও। বাগানের শ্রমিকরা বাজি, পটকা ফাটিয়ে হাতিটিকে মোরাঘাট জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। মোরাঘাট চা বাগানের শ্রমিকদের দাবি, গত তিন সপ্তাহে বাগানের বিভিন্ন লাইনে দোকান, স্কুল ঘর সহ ২৫টি শ্রমিক আবাস ভাঙচুর করে হাতিটি। প্রতি রাতেই হাতির আতঙ্কে থাকছেন বাগানের শ্রমিকরা।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় বলেন, ‘হাতি আসার খবর পেলেই আমরা ঘটনাস্থলে যাই। গতরাতে অন্য এলাকায় বনকর্মীরা হাতি তাড়াতে গেলেও মোরাঘাট চা বাগান থেকে হাতি আসার কোনও খবর আসেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এ বিষয়ে নির্দিষ্ট রেঞ্জ অফিসে আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পেতে পারেন।’