চালসা: খাদ্যের লোভে এবার মুদির দোকানে হামলা চালাল বুনো হাতি। দোকানের দেওয়াল ভেঙে সাবাড় করল খাদ্যসামগ্রী। ঘটনাটি ঘটেছে চালসার(Chalsa) আলিহোসেন পাড়া এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি বুনো হাতি মহাবাড়ি এলাকা হয়ে আসে আলিহোসেন পাড়ায়। সেখানে শংকর ঠাকুরের মুদির দোকানের দেওয়াল ভেঙে চাল, ডাল সহ যাবতীয় খাদ্যসামগ্রী সাবাড় করে। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাতিটি আবার জঙ্গলে চলে যায়। ঘটনায় ক্ষতিপূরণের দাবি করেছেন দোকান মালিক। বন দপ্তর জানিয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।