ময়নাগুড়ি: খাবারের খোঁজে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাতির হানা(Elephants Attack)। ক্ষতিগ্রস্ত হল ঘর। পাশাপাশি একটি বেসরকারি রিসর্টের সীমানা প্রাচীরও ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হানায়। গরুমারা জঙ্গল লাগোয়া ময়নাগুড়ি ব্লকের কালামাটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে একটি দাঁতাল গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে কালামাটি গ্রামে। সেখানে নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয়। একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হানায়। একটি বেসরকারি রিসর্টের সীমানা প্রাচীরও ক্ষতিগ্রস্ত হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সুবন্তী মিনজ জানান, মিড-ডে মিলের চালের খোঁজেই হাতিটি এলাকায় হানা দেয়। রামশাই মোবাইল স্কোয়াডের রেঞ্জার সুখদেব রায়, নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে। এলাকায় তাঁরা নজরদারি চালাচ্ছেন। কিন্তু বৃষ্টি কারণে সমস্যায় পড়তে হচ্ছে।
চা বাগানের নালা থেকে চিতাবাঘের দেহ উদ্ধার
ওদলাবাড়ি: চা বাগানের নালা থেকে চিতাবাঘের দেহ উদ্ধার হল ওদলাবাড়িতে। বৃহস্পতিবার সকালে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানাবাড়ি চা বাগানে এই...
Read more