বাগডোগরা, ২৭ জানুযারিঃ বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করা হল এয়ার এশিয়ার বিমানের। সোমবার সন্ধ্যা ৬টায় বাগডোগরা বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার ৫৮৮ বিমানটি ক্রু এবং ১৭৩ জন যাত্রী সহ বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাত্রার ১৫ মিনিটের মধ্যেই যাত্রীদের জন্য ঘোষণা করা হয় বিমানে যান্ত্রিক গোলযোগ হয়েছে। তাই বিমানটি বাগডোগরায় ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। বলা মাত্রই বাগডোগরায় অবতরণ করানো হয় বিমানটিকে। এদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বিমান যাত্রীরা। বিমানবন্দর সূত্রে জানানো হয়, একটি পাখি বিমানটির গায়ে ধাক্কায় দেওয়ায় বিমানে ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাগডোগরায় এয়ারট্রাফিক কনট্রোলের (এটিসি)-র সঙ্গে দ্রুত যোগাযোগ করেন। এটিসি-র তরফে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হলে বিমানটিকে বাগডোগরায় জরুরি আবতরণ করা হয়। তবে এই বিষয়ে এয়ার এশিয়ার বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিমানের গায়ে পাখির ধাক্কা না যান্ত্রিক গোলযোগ, তা পরীক্ষার পরই জানা যাবে। তবে বিমানে কিছু সমস্যার সৃষ্টি হওয়ায় বিমানটিকে বাগডোগরায় জরুরি অবতরণ করানো হয়েছে। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন। বিমানের ইনস্পেকশন চলছে।
ছবি বিতর্কে হিরণকে খোলাখুলি চ্যালেঞ্জ অভিষেকের, কী বললেন?
ডিজিটাল ডেস্ক : সম্প্রতি ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছিল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে(Hiran Chatterjee) নিয়ে। প্রসঙ্গত, তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে...
Read more