ডিজিটাল ডেস্ক : আবারও বিমান বিপর্যয় আকাশপথে। তবে এবার ইন্ডিগোর বিমান (Indigo Flight) বিপর্যয়ের কথা প্রকাশ্যে এল। জানা গিয়েছে, দিল্লি (Delhi) থেকে ইম্ফল (Imphal) যাচ্ছিল ১৪১ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর বিমান। কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য বিমানটি ইম্ফলের বিমানবন্দরে নামতেই পারেনি। মাঝ আকাশেই ইন্ডিগোর বিমানটি চক্কর খেতে থাকে। এরপর জ্বালানি প্রায় শেষের দিকে চলে আসায় আর কোন রকম ঝুঁকি না নিয়ে ইন্ডিগো বিমানটির চালক যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। আর তারপর কালবিলম্ব না করে ইন্ডিগো বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করে। খুব স্বাভাবিকভাবেই ইম্ফলের বদলে বিমান কলকাতায় নেমে পড়ায় চিন্তায় পড়ে যান যাত্রীরা। এরপর যখন বিমানের তেল শেষ হয়ে যাবার কথা শোনেন, যাত্রীদের চাঞ্চল্য বাড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে বিশেষ সময় লাগেনি। তেল ভরে বিমানটি আবার যাত্রাপথে উড়ে যায়।
একঘেয়েমি কাটাতে ভুয়ো টুইট, স্পাইসজেটের যাত্রী গ্রেপ্তার
ডিজিটাল ডেস্কঃ একঘেয়েমি কাটাতে বিমান যাত্রী বেছে নিয়েছিলেন টুইটের রাস্তা। কিন্তু সেই রাস্তাই যে তাঁকে বিপদে ফেলবে, সে কথা তিনি...
Read more