কলকাতা: আগামীকাল অর্থাৎ ২ ফেব্রুয়ারি সামাজিকভাবে বিয়ে সারতে চলেছে গায়িকা ইমন ও নীলাঞ্জন। তবে, তার আগেই রবিবার খাতায় কলমে বিয়ে সারলেন তাঁরা। রবিবার ইনস্টাগ্রামে ‘জাস্ট ম্যারেড’ লিখে নতুন জীবনে পদাপর্ন করার ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরে যান নতুন দম্পতি।

মাত্র কিছুদিনের মধ্যেই গানের জগতে ভালো সাড়া ফেলেছেন ইমন চক্রবর্তী। গানের জন্য একবার জাতীয় পুরষ্কার প্রাপ্তি ঘটেছে তাঁর। বর্তমানে একটি বাংলা রিয়ালিটি শো’য়ে রয়েছেন তিনি। অনেকদিন ধরেই চলছিল তাঁর বিয়ে নিয়ে তোড়জোড়। প্রকাশ্যে এসেছিল আইবুড়ো ভাত, প্রি-ওয়েডিং ছবি। এবার রেজিস্ট্রির ছবি শেয়ার করলেন ভক্তদের সাথে। পরবর্তীতে মঙ্গলবার তাঁর বিয়ে নিয়ে উৎসাহিত হয়ে রয়েছে ভক্তরা।
- Advertisement -
