উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষশেষে টলিপাড়ায় সুখবর! কোরিয়ান ছবিতে ডাক পেলেন অভিনেত্রী এনা সাহা। যদিও এখনও কিছু পাকাপাকি হয়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে বিদেশ থেকে ডাক পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া টলিউডে।
ধারাবাহিক দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন এনা সাহা। এরপর বড়পর্দায় কাজ করেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে অভিনেত্রীর। তাঁর কথায়, কোরিয়ান ছবিটি মূলত ভারতীয় রাজকন্যা ও রাজকুমারের গল্প। সব ঠিক থাকলে রাজকন্যার ভূমিকায় দেখা যেতে পারে এনাকে। কোরিয়ান ছবিটির প্রযোজক হলেন জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial