বেলাকোবা: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ইঞ্জিনিয়ারের। ঘটনাটি ঘটেছে সোমবার বেলাকোবা (Belakoba) রেলস্টেশনের সাত নম্বর গেটের সম্মুখে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজেশ দাস ওরফে লালটু(৪৯)। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাবু পাড়ার বাসিন্দা। তিনি জলপাইগুড়ি পূর্ত দপ্তরের সহকারি ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাড়িতে স্ত্রী, বৃদ্ধ বাবা এবং দুই কন্যা রয়েছেন। প্রত্যক্ষদর্শী আজাদ আনসারী জানান, এদিন সোয়া দুটো নাগাদ তিনি বেলাকোবার রেঞ্জ অফিসে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোটর বাইক চালিয়ে। রেঞ্জ অফিস সংলগ্ন রেললাইনের ধারে মোটর বাইকটি রেখে মোবাইল নিয়ে ওই ব্যক্তি রেল লাইন পার হতে যায়। সেই সময় নিউ জলপাইগুড়ি থেকে আসাম গামী একটি মালগাড়ি ঘটনাস্থলে চলে আসে। ট্রেনটি যাওয়ার পরে দেখা যায় রেললাইনে পড়ে আছে সেই ব্যক্তির মুন্ডুহীন দেহ। এরপর এনজিপি থেকে জিআরপি ঘটনাস্থলে গিয়ে দেহ ময়নাতদন্তের জন্য বিকাল ৫টায় নিউ জলপাইগুড়ি নিয়ে যায়।
খবর পেয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থলে যান বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বেলাকোবা ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থ প্রতিম পাল সহ অন্যান্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Jalpaiguri | বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের