শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল শিলিগুড়ি পুরনিগমের ইঞ্জিনিয়ারের। শনিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির সুভাষপল্লিতে। মৃতের নাম সুশীলচন্দ্র দাস। তিনি শিলিগুড়ি পুরনিগমের বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। এদিন তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে এদিন হাসপাতালে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব, মেয়র অশোক ভট্টাচার্য সহ আরও অনেকে। কিভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত চলছে।
- Advertisement -