মালদা, ২৭ ফেব্রুয়ারিঃ বরযাত্রী বোঝায় বাস উলটে মৃত্যু হল গাড়ির খালাসির। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে ইংরেজবাজারের বাধাপুকুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত হয়েছেন বর সহ ১৫ জন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের খড়গপুরের কুমারপাড়ার বাসিন্দা সুধাংশু চৌধুরী নামে এক ব্যক্তি বিয়ে করতে বিহারের পূর্ণিয়ায় যাচ্ছিলেন। বাসটিতে চালক ও খালাসি এবং ১৫ জন যাত্রী ছিলেন। পথে বাধাপুকুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বরযাত্রী বোঝায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মেরে উলটে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। সেখানে মৃত্যু হয় গাড়ির খালাসির। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক পলাতক। ঘটনার তদন্ত করছে ইংরেজবাজার থানার পুলিশ।