প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: নয়াদিল্লিতে বাংলাদেশের নয়া হাইকমিশনার পদে বসলেন মহম্মদ মোস্তাফিজুর রহমান(Mohammad Mostafizur Rahman)। সোমবার বৈদেশিক নীতিগত প্রোটোকল মান্য করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে নিজের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন হাসিনা সরকারের এই প্রবীণ আমলা। ঢাকার নতুন রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়ে দ্রৌপদী মুর্মু বলেন, ‘ভারত-বাংলাদেশ সুসম্পর্ককে এক নয়া উচ্চতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। দু-দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে পরিমণ্ডল তা রক্ষা করতে অগ্রণী ভূমিকা নিতে হবে দু-দেশের সরকারকেই।’ তিনি এও বলেন, ‘ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বাংলাদেশের স্থান বিশেষ গৌরবময়। পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্কে বিশেষ ইতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বর্ষ, মুজিব বর্ষ তথা উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উৎসবে দু-দেশের মানুষের আত্মীক সংযোগের কথাও উল্লেখ করেন ভারতের রাষ্ট্রপতি।
হাইকমিশনার রহমানও রাষ্ট্রপতিকে ধন্যবাদজ্ঞাপনের পাশাপাশি আসন্ন জি২০ সামিটে ভারতের তরফে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। বলে রাখা প্রয়োজন, সৈয়দ মোয়াজ্জেম আলি ও মহম্মদ ইমরানের উত্তরসূরী রূপে নয়াদিল্লিতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মহম্মদ মোস্তাফিজুর রহমান এর আগে সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘে হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন। এবার ভারত-বাংলাদেশ সম্পর্কের সূত্রধর রূপে তাঁকে অনেকটা দায়িত্ব পালন করতে হবে বলে দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশের।