রায়গঞ্জ: করণদিঘি ব্লকের নাগর নদীর পাশে কয়েক বিঘা জমির উপর প্রায় ২০ বছর আগে গড়ে উঠেছিল জুট পার্ক। কিন্তু সেই জুট পার্ক আজও চালু হয়নি। জুট পার্কের জন্য কংক্রিটের তৈরি হওয়া বিশালাকার বিল্ডিংগুলি এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রায়গঞ্জের (Raiganj) তৎকালীন প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সীর উদ্যোগে কলকাতার একটি নামী জুট মিলের মালিক সামান্য দামে জমি নিয়ে এই প্রকল্পের কাজ শুরু করেছিলেন। প্রিয়বাবুর প্রয়াণের পর ওই কোম্পানি সব কিছু গুটিয়ে নেয়। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে বিল্ডিংগুলি। গ্রামের মানুষ নিজেদের মতো ব্যবহার করছেন বিল্ডিংগুলি। তবে একটি বিল্ডিংয়ে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার শ্রমিকেরা থাকছেন।
জুট পার্কের নির্মিয়মান বিশালাকার বিল্ডিংয়ের চারিদিকে ধানের খড়ের ঢিপি। বিল্ডিংয়ের ভেতরে একদিকে লেখা আছে মহিলা, অন্যদিকে লেখা আছে পুরুষ। যদিও কি কারণে পোস্টারগুলি সাঁটানো আছে প্রথমে বোঝা না গেলেও পরে জানা যায়, পরিত্যক্ত বিল্ডিংয়ে কয়েকদিন আগে জলসা হয়েছে। বিল্ডিংয়ের আরও ভেতরে ঢুকতেই দেখা গেল ছাঁদে ওঠার জন্য বড় বড় দুটি কংক্রিটের সিড়ি রয়েছে। বিশালাকার ছাঁদে দিন-রাত জমিয়ে যে আড্ডা হয় তা এক প্রকার নিশ্চিত। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, নাগরে যে জুট মিল গড়ে উঠেছে সেখানে সম্ভবত সাবসিডি ছিল। তবে খোঁজ নিচ্ছি কোথা থেকে তারা সাবসিডি পেয়েছিল।
আরও পড়ুন : কাত্যায়নী পুজো ঘিরে জমজমাট বুনিয়াদপুর