চালসা: জাতীয় সড়কের ধারে জল নিকাশির জন্য কংক্রিটের নালা তৈরি করা হলেও নালার ওপর দেওয়া হচ্ছে না স্ল্যাব। এই অভিযোগের ভিত্তিতে বুধবার বিক্ষোভে শামিল হল ওই এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বাতাবাড়ি ডোমপাড়া এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকায় জাতীয় সড়কের ধারে জলপাইগুড়ি (Jalapiguri) জেলা পরিষদের তরফে ১৩ লক্ষ ৫৪ হাজার ১৪০ টাকা ব্যয়ে জল নিকাশির জন্য নালা তৈরি করা হয়েছে। অভিযোগ, ওই এলাকায় বেশ কয়েকটি বেসরকারি রিসর্টের সামনে নালার ওপর স্ল্যাব দেওয়া হলেও জনবসতি এলাকায় নালার ওপর স্ল্যাব দেওয়া হয়নি।
বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘নালার ওপর স্ল্যাব না দেওয়া হলে দুর্গন্ধ ছড়াতে পারে। শিশুরাও ওই নালায় পড়ে যেতে পারে। যাতায়াত করারও সমস্যা হবে।‘ জনবসতি এলাকায় নালার ওপর স্ল্যাব বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। এবিষয়ে এলাকার জেলা পরিষদের সদস্য সীমা সরকার বলেন, ‘জনবসতি এলাকায় নালার ওপর স্ল্যাব বসানো হবে। কিছু মানুষ ওই এলাকায় গিয়ে জনগণকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে। বিষয়টি নিয়ে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা হবে।‘
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : পুরসভা নিয়ে টুঁ শব্দটিও করলেন না মুখ্যমন্ত্রী, হতাশ গাজোল