উত্তরবঙ্গ ব্যুরো: ২৯ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে এভারেস্ট দিবস। ১৯৫৩ সালে এই দিনে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন তেনজিং নোরগে(Tenzing Norgay) ও স্যার এডমন্ড হিলারী(Edmund Hillary)। রবিবার পর্বতজয়ী নেপালি শেরপা তেনজিং নোরগে-র ১০৮তম জন্মজয়ন্তী এবং ৬৯তম আন্তর্জাতিক এভারেস্ট দিবস উদযাপন করা হয়। নেপাল সরকার প্রথম এই দিনটিকে এভারেস্ট দিবস হিসেবে পালন করে। এদিন সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে ন্যাফ এর সহযোগিতায় পুর নিগমের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন দার্জিলিংয়ের সোনাদায় শেরপা সম্প্রদায়ের তরফে এভারেস্ট দিবস উদযাপন করা হয়। পাশাপাশি, শেরপা মঠের প্রাঙ্গণে সোনাদা এলাকার সমস্ত শেরপা সম্প্রদায় বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তেনজিং নোরগেকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদানের দাবি জানিয়েছেন।
এই উপলক্ষ্যে এদিন মালবাজার মাউন্টেইন ট্রেকার্স ফাউন্ডেশনের তরফে চালসার বির লাল শুক্রা ওরাওঁ পার্কে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারীর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করে শ্রদ্ধা জানান হয়। এভারেস্ট অভিযানে যারা সাফল্য পেয়েছেন বা যারা, সাফল্য পান নি সেসব প্রয়াত অভিযাত্রীদের প্রতি শ্রদ্ধা অর্পন করা হয় এদিন। পাহাড়ে উঠতে গেলে যেসব সরঞ্জাম ব্যবহার করতে হয়, এদিন সেসব সরঞ্জাম প্রদর্শন করা হয়। যাতে এই সব সরঞ্জাম দেখে যুব সমাজের মনে পাহাড়ে ওঠার প্রতি উৎসাহ বারে। এদিন চালসা মা আনন্দময়ী কালীবাড়িতে একটি তথ্যচিত্রও দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার স্বরূপ মিত্র, পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরী সহ অন্যান্যরা।
আরও পড়ুন : ৮ ফুট লম্বা অজগর উদ্ধার