কলকাতা: বড়দিনে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ক্রিসমাস ইভে ব্রেবোর্ন রোডের মোস্ট হোলি রোজারি ক্যাথিড্রালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার গির্জায় প্রার্থনা সভায় অংশ নেন তিনি।ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ আমি কলকাতার মোস্ট হোলি রোজারিতে গিয়েছিলাম। মধ্যরাতের প্রার্থনায় অংশ নিয়েছি। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করেছি। উৎসবের সময় সকলে কোভিডবিধি মেনে চলুন, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন। বিশ্বের সব ভাইবোনেদের বড়দিনের শুভেচ্ছা। ভ্যাটিক্যান থেকে গোয়া, মেঘালয় থেকে কলকাতা, সকলকে উৎসবের মরশুমে শুভেচ্ছা।’
বড়দিনে প্রতিবার সেজে ওঠে পার্ক স্ট্রিট। ইতিমধ্যে সেখানে ভিড় জমতে শুরু করেছে। পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পাশাপাশি, ময়দান, রবীন্দ্র সদন এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন : ওমিক্রন মোকাবিলায় ‘স্পর্শ’ এড়ানোর বার্তা মমতার
আরও পড়ুন: বড়দিনে এবার নজর কাড়বে পার্কস্ট্রিটের ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রি
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial