হরিশ্চন্দ্রপুর: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক আলম। জানা গিয়েছে, ১৪ নভেম্বর রাতে মুস্তাক আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসক তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। তবে পরিবারের লোকেরা তাঁকে মালদার একটি নার্সিংহোমে ভর্তি করেন। সেখানে রক্ত পরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গিতে আক্রান্ত। সেখান থেকে তাঁকে ১৬ নভেম্বর রাতে কলকাতার এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। তবে মুস্তাক আলম বর্তমানে সুস্থ রয়েছেন। প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী জানান, মুস্তাক আলম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।
আরও পড়ুন : ৪২ লক্ষ ব্যয়ে তৈরি হবে নতুন রাস্তা, পরেশের হাতে হল শিলান্যাস