কলকাতা, ২২ ফেব্রুয়ারিঃ প্রয়াত রাজনীতিক-শিক্ষাবিদ কৃষ্ণা বসু। শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন কৃষ্ণাদেবী। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন কৃষ্ণা বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির বসুর স্ত্রী ছিলেন কৃষ্ণাদেবী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। কলকাতার সিটি কলেজে ৪০ বছর শিক্ষকতা করেন। ইংরেজি বিভাগের প্রধান ছিলেন। ৮ বছর কলেজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুরে তিনবারের সাংসদ ছিলেন কৃষ্ণাদেবী। জানা গিয়েছে, এদিন তাঁর বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে এলগিন রোডে নেতাজির বাসভবনে। বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।