হরিশ্চন্দ্রপুর: ঘুষ নেওয়ার অভিযোগে প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গণধোলাই দিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রবিবার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ল বাজারে ঘটনাটি ঘটেছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। কিন্তু সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। এবিষয়ে এখনও হরিশ্চন্দ্রপুর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রাকিব। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত তিনি এসইউসিআই-এর পঞ্চায়েত সদস্য ছিলেন। বর্তমানে তিনি কংগ্রেস করেন। অভিযোগ, সরকারি মিনি পাম্প সেট ও তাতে বিদ্যুতের কানেকশন দেওয়ার কথা বলে রাকিব ডাঙ্গিলা গ্রামের বাসিন্দা সাইনুল হক, তাঁর স্ত্রী সেমো বিবি, চায়ের দোকানদার সাইনুল সহ বেশ কয়েকজনের কাছ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা করে নিয়েছিলেন। সেমো বিবির দাবি, তিন বছর পেরিয়ে গেলেও তাঁরা মিনি পাম্প সেট পাননি। টাকা ফেরত চাইতে গেলেও তাঁদের বারবার ঘুরিয়ে দিচ্ছেন রাকিব। তাই এদিন বড়ল বাজারে যান তাঁরা। সঙ্গে যান ডাঙ্গিলা গ্রামের অন্য বাসিন্দারাও। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মহম্মদ রকিব। তখনই তাঁকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। রাকিবের দাবি, টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এদিন তাঁকে মারধর করা হয়েছে। যদিও সাইনুল হকের দাবি, ধাক্কাধাক্কিতে তাঁরাও আহত হয়েছেন।
আরও পড়ুন : বেঙ্গালুরুতে গিয়ে মৃত্যু গাজোলের পরিযায়ী শ্রমিকের, দেহ আনা নিয়ে সংশয়