বাগডোগরা: মাধ্যমিক পরীক্ষার শুরুর ৩০ মিনিটের মধ্যে পায়ের ব্যাথায় অসুস্থ হল এক পরীক্ষার্থী। বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি হল বাবলি বন্দোপাধ্যায় নামে ওই ছাত্রী। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্যকেন্দ্রের ডাঃ দীপক সাধু বলেন, ‘ওর পায়ে কয়েকদিন থেকেই ব্যাথা ছিল। আজকে বেশি হয়েছে। এখন ওষুধ দিয়ে নজরদারিতে রেখেছি।‘ এদিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে অসুস্থ হয়ে পড়ল পরীক্ষার্থী। পরবর্তীতে শিক্ষকরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। শিক্ষক বরুন মজুমদার বলেন, ‘বাবলি চাইলে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন : প্রতি ছ’মাসেই বদলে যাবে চেয়ারম্যান! পুরসভা পরিচালনায় অভিনব ভাবনা দার্জিলিংয়ে