বুনিয়াদপুর: আবগারি দপ্তরের মালদা ডিভিশনের উদ্যোগে বুনিয়াদপুর, গঙ্গারামপুর ও কুশমন্ডি সার্কেলের সহযোগিতায় গঙ্গারামপুর এলাকায় প্রচুর চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ফুলবাড়ি, নারই, কালদিঘি, টেট্রাই এলাকায় তল্লাশি চালায় আবগারি দপ্তর। জানা গিয়েছে, এলাকাগুলি থেকে ১০০ লিটার চোলাই ও ৮০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়েছে। তবে ওই এলাকায় অভিযান চালাতে গেলে ব্যবসায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করতে পারেনি পুলিশ। আবগারি দপ্তরের বুনিয়াদপুর সার্কেল ইন্সপেক্টর সৌগত রায় বলেন, ‘এদিন গঙ্গারামপুর এলাকায় বেশ কয়েকটি জায়গায় অভিযান চলে। বুনিয়াদপুর ও কুশমন্ডির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলাই তৈরি বন্ধ করা হবে।’
আরও পড়ুন : উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস