হ্যামিল্টনগঞ্জ: ১০০ দিনের কাজে এলাকার বাইরের শ্রমিকদের নেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করাচ্ছে লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই দুই অভিযোগে সংশ্লিষ্ট গ্ৰাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অলোক মিত্র আন্দোলন শুরু করায় বুধবার উত্তেজনার সৃষ্টি হয় হ্যামিল্টনগঞ্জের বিবেকনগর এলাকায়। বিরোধী দলনেতার অভিযোগ, নিয়ম অনুযায়ী ১০০ দিনের কাজে নথিভুক্ত এলাকার বাসিন্দাদের দিয়েই সংশ্লিষ্ট এলাকার কাজ করানোর কথা। কিন্তু লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সে সব নিয়ম মানছে না। তাঁর আরও অভিযোগ, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্ৰী ব্যবহার করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। তিনি জানান, ওই এলাকায় সংশ্লিষ্ট কাজের শ্রমিক ছিলেন না। তাই লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত কর্তৃপক্ষ অন্য এলাকার শ্রমিক এনে কাজ করাচ্ছে। এছাড়াও নির্মাণ সামগ্রী নিয়ে বিরোধী দলনেতার তোলা অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি তাঁর। লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস চক্রবর্তীর বক্তব্য, বিরোধী দলনেতা উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন। ওই এলাকার মাত্র সাতজন বাসিন্দা রাস্তার কাজ করতে চেয়েছেন। রাস্তাটি তৈরির জন্য বেশি শ্রমিকের প্রয়োজন। তাই অন্য এলাকার শ্রমিকদের দিয়ে কাজ শুরু হয়েছে। বুধবার সাময়িকভাবে কাজ বন্ধ থাকলেও বৃহস্পতিবার স্বাভাবিকভাবে কাজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গ্ৰাম পঞ্চায়েত প্রধান। বিবেকনগর এলাকায় প্রায় ১৩০ ফুট রাস্তা তৈরির অনুমোদন দিয়েছে লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত। কংক্রিট ঢালাইয়ে ওই রাস্তাটি তৈরি হবে।
আরও পড়ুন : ট্রেন থেকে উধাও পরিযায়ী শ্রমিক!