সিতাই: বিজয়া দশমীর রাতে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমার সিতাই থানার অন্তর্গত ব্রহ্মত্তরচাতরা গ্রাম পঞ্চায়েতের ৫৩৮ সিঙ্গিমারি গ্রামে। মৃত ব্যক্তির নাম রুহিদাস বিশ্বাস(৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ রুহিদাস বিশ্বাস তাঁর ঘরের বিছানায় বসে ছিলেন। হঠাৎ দুষ্কৃতীরা ঘরের দরজা থেকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাঁর মাথা ভেদ করে গুলি বেরিয়ে যায়। তৎক্ষণাৎ পরিবারের লোকেরা তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, হাসপাতালের অভিযোগ পেয়ে দিনহাটা থানার পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
পাশাপাশি ঘটনার খবর পেয়ে সিতাই থানার আইসি সৌর্যদীপ্ত ভট্টাচার্য, দিনহাটা থানার আইসি সঞ্চয় দত্ত ও দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুজোর আনন্দ কাটতে না কাটতেই এই খুনের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের বাতাবরণের সৃষ্টি হয়েছে।