ঘোকসাডাঙ্গা: রাতারাতি উধাও হয়ে গেল মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়ক সংলগ্ন পেট্রোল পাম্পের প্রবেশ ও বাহির পথে থাকা আস্ত দু’টি গাছ। ঘটনায় পেট্রোলপাম্প বন্ধ করে বাঁশের ব্যারিকেড বসিয়ে বিক্ষোভ দেখালেন মাথাভাঙ্গা-২ ব্লকের ডাঊয়াগুড়ি গ্রামের বাসিন্দারা। অভিযোগ, পাম্প মালিক ব্যবসার সুবিধার্থে ওই গাছ কেটে দিয়েছেন। যদিও, পাম্প মালিক দেবাশীষ রায় বক্সীর পালটা দাবি, তাঁকে বদনাম করতেই গ্রামবাসীরা গাছ কেটে তাঁর ওপর দোষ চাপাচ্ছেন। তিনি জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে গাছ কাটার জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছিলেন তবে। ঘটনায় ক্রমেই উত্তজনা ছড়ায় এলাকাজুড়ে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘোকষাডাঙ্গা থানার পুলিশ। কে বা কারা গাছ কাটল তার তদন্তে করতে সিসিক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ। বন দপ্তরের মাথাভাঙ্গার রেঞ্জার সজল পাল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মহিলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা, ধৃত ১
কোচবিহার: মহিলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা। জনরোষ থেকে বাঁচতে সেটিকে পাশের নর্দমায় ছুঁড়ে ফেলল দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে...
Read more